র্যাঙ্কিংয়ে লাফ বাংলাদেশের মেয়েদের
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফজয়ী দলটি এবার ফিফা থেকেও পুরস্কার পেল। ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান এখন ১৩২ নম্বর।
শুক্রবার (১২ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। স্পেন ও জার্মানি দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ইংল্যান্ড নেমে গেছে চতুর্থ স্থানে।
ফিফার নারী ফুটবল র্যাংকিংয়ের প্রথম দশের ভেতর সুইডেন, কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া, ও নেদারল্যান্ডস রয়েছে। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সৌদি আরব ও এস্তোনিয়ার।
সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার সাফল্যেই এই অগ্রগতি। গত অক্টোবরে ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি।