রোগীকে যৌন হয়রানি, ক্লিনিক মালিক ও চিকিৎসক আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
পাবনায় এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসক ও ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেলে নিউমেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ডায়াগনস্টিক সেন্টারের মালিক জীবন আলী এবং অভিযুক্ত চিকিৎসক ডা. সোভন সরকার।
জানা গেছে, শনিবার (৬ জুলাই) দুপুরে ওই নারী তার স্বামীর সাথে নিউমেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করার জন্য যান। ওই নারীকে নির্ধারিত কক্ষে নিয়ে নারী সহকারীকে দিয়ে তলপেটে জেল মেখে প্রস্তুত করা হয়।
এ সময় কৌশলে ওই নারী সহকারীকে বাহিরে পাঠিয়ে রোগীর যৌনাঙ্গে হাত দিয়ে যৌন উত্তেজনা মূলক কথাবার্তা বলেন। সাথে সাথে রোগী বাইরে এসে বিষয়টি তার স্বামীকে জানায়। এরপর সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এ সময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য হুমকি ধামকি দেয়া হয়। পরে ভুক্তভোগীরা থানা পুলিশের আশ্রয় নেন।
পাবনা সদর থানার ওসি রওশন আলী এ বিষয়ে জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।