রোববার থেকে মঙ্গলবার অফিস ৩টা পর্যন্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) তিনি এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার ৪ ঘণ্টা করে চলে অফিস।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়।এরপর তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। তারপর বুধবার ও বৃহ্সপতিবার আংশিকভাবে খোলা হয় সরকারি অফিস। ওই দুইদিন অফিস চলে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।
এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো সিদ্ধান্ত হয়নি।