সংবাদ শিরোনাম ::
রেড ক্রিসেন্ট সোসাইটি যশোরের উদ্যোগে কম্বল বিতরণ
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিন শতাধিক দু:স্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে যশোর রেড ক্রিসেন্ট অফিস চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর রেডক্রিসেন্ট সোসাইটির সস্পাদক জাহিদ হাসান টুকুন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিবছর শীতে কয়েক দফায় দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করে। সরকারি উদ্যোগেও কম্বল বিতরণ করা হয়। এসব উদ্যোগের পাশাপাশি এই শীতে দু:স্থদের সাহায্যার্থে সমাজের সামর্থবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।