সংবাদ শিরোনাম ::
চার দিনের সফরে ঢাকায় ভুটানের রাজা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
চার দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তার সাথে রয়েছেন রানি জেৎসুন পেমা। এছাড়াও দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা ১২ মিনিটে বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর।
স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে আসেন ভুটানের রাজা। এরে পাশাপাশি কিছু বৈঠকেও অংশ নেবেন তিনি।
সফরকালে রাজা ওয়াংচুক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরে স্বাক্ষর হতে পারে ৩টি সমঝোতা স্মারক।