ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেতুর জয়েন্টে জয়েন্টে গর্ত: ভোগান্তিতে ৩ জেলার মানুষ

রাতে ফোন, সকালেই সমাধান

আজিজুল হক সরকার, ফুলবাড়ী ( দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

1-4480x2038-1-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের একমাত্র ফুলবাড়ী ব্রিজের চারটি জয়েন্টে গর্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩ জেলার জনসাধারণ। সংস্কারাভাবে গর্ত আরও বড় হচ্ছে ভোগান্তি-দুর্ঘটনা দুটোই বাড়েছে। এ ধরনের জনগুরুত্বপূর্ণ নিউজের জন্য সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমানকে সোমবার (১২ আগস্ট) রাত পোনে ১০ টায় ফোন দিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) সকালেই তার সমাধান মিলেছে।

দিনাজপুর -ফুলবাড়ী -বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শাখা যমুনা নদীর উপর ৭/৮ বছর প‚র্বে নির্মিত ৯৪ মিটার দৈর্ঘ্য, প্রস্থ ৭.৩ মিটার ব্রিজের ৪টি জয়েন্টেই দীর্ঘদিন ধরে কার্পেটিং (পাথর- বিটুমিন- ককশিট) উঠে ইস্পাত বের হয়ে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। যে স্থানটুকু ভালো আছে যানবাহনগুলো প্রতিযোগিতামূলক সেই ভালো স্থানটির উপর দিয়ে পাল্লা দিয়ে যাতায়াত করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। শুরুতেই সংস্কার না করলে পর্যায়ক্রমে ভারী যানবাহনের ধাক্কায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ব্রিজটি বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞমহল মনে করছেন।

1-4480×2038-1-0#

পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ৩ জেলার সব উপজেলার জনসাধারণের যাতায়াতের মহাসড়ক হচ্ছে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়ক। দিনাজপুর -ফুলবাড়ী হয়েই ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই ব্রীজের উপর দিয়েই যেতে হয়।এছাড়া স্কুল কলেজমুখী শিক্ষার্থীরা রিকসা-বাইসাইকেল নিয়ে যাতায়াতে ৪ স্থানে ঝাঁকুনি খেতে হচ্ছে। দিনরাত বিরতিহীনভাবে ব্রিজের উপর দিয়ে ঘন্টায় শতাধিক এবং দিনে সহস্্রাধিক যানবাহন চলাচল করে। ৬/৭ মাস আগে ব্রিজের ৪টি জয়েন্টের বেশিরভাগ অংশ গর্ত হয়ে গেছে। চলাচলরত যানবাহনগুলোকে বড় ধরনের ধাক্কার সম্মুখীন হচ্ছে। হঠাৎ করে যানবাহনের গতি কমানোর কারণে বড় ধরনের জ্যামের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করে আছেন।

পৌরসভার পশ্চিম গৌরীপাড়ার মঞ্জুরুল ইসলাম (৫১) তার বাইক দুর্ঘটনায় এই ব্রিজের উপর মারা যান সম্প্রতি জানালেন তার ভাই গোলাম মোস্তফা। স্থানীয় কলেজ শিক্ষক খায়রুল আনাম আবেশ, মাসুমা পারভীন,হাছিনা বেগম জানালেন,কলেজে যেতে ব্রিজ পার হতে হয়।দীর্ঘদিন থেকে ব্রিজের সংস্কার না হওয়ায় রিকশায় যেতে আসতে বড় ধরনের ধাক্কায় পড়তে হয়।একই কথা জানালেন ফুলবাড়ী সরকারি কলেজের ছাত্রী জুইঁ, আনিকা,সোহাগ।তারা বলেন, অনেকনি ধরে এই গর্তগুলো পথচারীদের ভোগাচ্ছে।

ব্রিজের প‚র্ব পাশে সার্বক্ষণিক হাটের জমা আদায়কারী মো.রাজু, বিপ্লব, জোবায়ের হোসেন বলেন, মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে ফুলবাড়ী ব্রিজের চারটি জয়েন্টে গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। আমারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি এখানে থাকি। ব্রিজের ৪টি জয়েন্টেই গর্ত কয়েক মাস ধরে দেখে আসছি। আস্তে আস্তে তা বড় হচ্ছে। গর্ত বাদ দিয়ে সবাই ভালো রাস্তা দিয়ে যেতে চাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ৫/৬ মাস আগে মঞ্জুরুল ইসলাম নামে একজন লোকও মারা গেছে ব্রিজের উপরে বাইক দুর্ঘটনায়। ট্রাক উল্টে গেছে, ইজিবাইক দুর্ঘটনাও ঘটছে কয়েকবার আমাদের চোখের সামনে।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, এই ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের করণীয় কিছু নেই।

ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ব্রিজের জয়েন্টগুলো মারাত্মক গর্ত হয়েছে । এটি দ্রুত সংস্কার প্রয়োজন। কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সংস্কার না করলে আস্তে আস্তে গর্তগুলো বাড়বে এবং ব্রিজ ঝুঁকিতে পড়বে।

সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-সহকারী প্রকৌশলী মো.তরিকুল ইসলাম ‘বাংলাটাইমস’কে বলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমান স্যার আমাকে ফোন দিয়ে এই ব্রিজের জয়েন্টের গর্তগুলো সংস্কার করার জন্য বলেন। সে মোতাবেক মঙ্গলবার (১৩ আগস্ট)) সকালেই কাজটি সম্পন্ন করতে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্যার বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমান ‘বাংলাটাইমস’কে বলেন, আমি ফুলবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-সহকারী প্রকৌশলী মো.তরিকুল ইসলাম সাহেবকে বলে দিচ্ছি ,যত দ্রুত কাজটি তিনি করে দিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেতুর জয়েন্টে জয়েন্টে গর্ত: ভোগান্তিতে ৩ জেলার মানুষ

রাতে ফোন, সকালেই সমাধান

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪


দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের একমাত্র ফুলবাড়ী ব্রিজের চারটি জয়েন্টে গর্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩ জেলার জনসাধারণ। সংস্কারাভাবে গর্ত আরও বড় হচ্ছে ভোগান্তি-দুর্ঘটনা দুটোই বাড়েছে। এ ধরনের জনগুরুত্বপূর্ণ নিউজের জন্য সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমানকে সোমবার (১২ আগস্ট) রাত পোনে ১০ টায় ফোন দিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) সকালেই তার সমাধান মিলেছে।

দিনাজপুর -ফুলবাড়ী -বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শাখা যমুনা নদীর উপর ৭/৮ বছর প‚র্বে নির্মিত ৯৪ মিটার দৈর্ঘ্য, প্রস্থ ৭.৩ মিটার ব্রিজের ৪টি জয়েন্টেই দীর্ঘদিন ধরে কার্পেটিং (পাথর- বিটুমিন- ককশিট) উঠে ইস্পাত বের হয়ে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। যে স্থানটুকু ভালো আছে যানবাহনগুলো প্রতিযোগিতামূলক সেই ভালো স্থানটির উপর দিয়ে পাল্লা দিয়ে যাতায়াত করায় অহরহ দুর্ঘটনা ঘটছে। শুরুতেই সংস্কার না করলে পর্যায়ক্রমে ভারী যানবাহনের ধাক্কায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ব্রিজটি বলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞমহল মনে করছেন।

1-4480×2038-1-0#

পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ৩ জেলার সব উপজেলার জনসাধারণের যাতায়াতের মহাসড়ক হচ্ছে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়ক। দিনাজপুর -ফুলবাড়ী হয়েই ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই ব্রীজের উপর দিয়েই যেতে হয়।এছাড়া স্কুল কলেজমুখী শিক্ষার্থীরা রিকসা-বাইসাইকেল নিয়ে যাতায়াতে ৪ স্থানে ঝাঁকুনি খেতে হচ্ছে। দিনরাত বিরতিহীনভাবে ব্রিজের উপর দিয়ে ঘন্টায় শতাধিক এবং দিনে সহস্্রাধিক যানবাহন চলাচল করে। ৬/৭ মাস আগে ব্রিজের ৪টি জয়েন্টের বেশিরভাগ অংশ গর্ত হয়ে গেছে। চলাচলরত যানবাহনগুলোকে বড় ধরনের ধাক্কার সম্মুখীন হচ্ছে। হঠাৎ করে যানবাহনের গতি কমানোর কারণে বড় ধরনের জ্যামের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করে আছেন।

পৌরসভার পশ্চিম গৌরীপাড়ার মঞ্জুরুল ইসলাম (৫১) তার বাইক দুর্ঘটনায় এই ব্রিজের উপর মারা যান সম্প্রতি জানালেন তার ভাই গোলাম মোস্তফা। স্থানীয় কলেজ শিক্ষক খায়রুল আনাম আবেশ, মাসুমা পারভীন,হাছিনা বেগম জানালেন,কলেজে যেতে ব্রিজ পার হতে হয়।দীর্ঘদিন থেকে ব্রিজের সংস্কার না হওয়ায় রিকশায় যেতে আসতে বড় ধরনের ধাক্কায় পড়তে হয়।একই কথা জানালেন ফুলবাড়ী সরকারি কলেজের ছাত্রী জুইঁ, আনিকা,সোহাগ।তারা বলেন, অনেকনি ধরে এই গর্তগুলো পথচারীদের ভোগাচ্ছে।

ব্রিজের প‚র্ব পাশে সার্বক্ষণিক হাটের জমা আদায়কারী মো.রাজু, বিপ্লব, জোবায়ের হোসেন বলেন, মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে ফুলবাড়ী ব্রিজের চারটি জয়েন্টে গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। আমারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি এখানে থাকি। ব্রিজের ৪টি জয়েন্টেই গর্ত কয়েক মাস ধরে দেখে আসছি। আস্তে আস্তে তা বড় হচ্ছে। গর্ত বাদ দিয়ে সবাই ভালো রাস্তা দিয়ে যেতে চাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ৫/৬ মাস আগে মঞ্জুরুল ইসলাম নামে একজন লোকও মারা গেছে ব্রিজের উপরে বাইক দুর্ঘটনায়। ট্রাক উল্টে গেছে, ইজিবাইক দুর্ঘটনাও ঘটছে কয়েকবার আমাদের চোখের সামনে।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, এই ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের করণীয় কিছু নেই।

ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ব্রিজের জয়েন্টগুলো মারাত্মক গর্ত হয়েছে । এটি দ্রুত সংস্কার প্রয়োজন। কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সংস্কার না করলে আস্তে আস্তে গর্তগুলো বাড়বে এবং ব্রিজ ঝুঁকিতে পড়বে।

সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-সহকারী প্রকৌশলী মো.তরিকুল ইসলাম ‘বাংলাটাইমস’কে বলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমান স্যার আমাকে ফোন দিয়ে এই ব্রিজের জয়েন্টের গর্তগুলো সংস্কার করার জন্য বলেন। সে মোতাবেক মঙ্গলবার (১৩ আগস্ট)) সকালেই কাজটি সম্পন্ন করতে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্যার বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমানুল্লাহ আমান ‘বাংলাটাইমস’কে বলেন, আমি ফুলবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের (দিনাজপুর) উপ-সহকারী প্রকৌশলী মো.তরিকুল ইসলাম সাহেবকে বলে দিচ্ছি ,যত দ্রুত কাজটি তিনি করে দিবেন।