ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাতের আঁধারে মন্দিরে প্রতিমা ভাঙচুর করলো দুর্বৃত্তরা

ফেরদৌস সিহানুক(শান্ত)চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বটতলা হাট বাবু পাড়ায় মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ যৌথবাহিনী ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুজা মন্ডপে সিসি ক্যামেরা রাখতে বলা হলেও সেটি তারা রাখেনি এবং রাত ১২ টার পরে পূজা কমিটির তরফ থেকে পাহারা রাখার কথা থাকলেও সেটিও তারা রাখেনি। এমনকি পাহারা থাকবে না সেটিও থানাকে অবহিত করা হয়নি। বর্তমানে গোটা চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের টহল অব্যাহত আছে। আসামী ধরার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন, দূর্বৃত্তদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দ কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিং এর পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পুজা করব কি করব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাতের আঁধারে মন্দিরে প্রতিমা ভাঙচুর করলো দুর্বৃত্তরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বটতলা হাট বাবু পাড়ায় মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন। এ ঘটনার পর থেকেই সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ যৌথবাহিনী ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুজা মন্ডপে সিসি ক্যামেরা রাখতে বলা হলেও সেটি তারা রাখেনি এবং রাত ১২ টার পরে পূজা কমিটির তরফ থেকে পাহারা রাখার কথা থাকলেও সেটিও তারা রাখেনি। এমনকি পাহারা থাকবে না সেটিও থানাকে অবহিত করা হয়নি। বর্তমানে গোটা চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের টহল অব্যাহত আছে। আসামী ধরার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন, দূর্বৃত্তদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি জানান, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে আমরা নেতৃবৃন্দ কথা বলেছি, সেই সাথে প্রত্যেক মন্দির কমিটিকে মন্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। জেলা প্রশাসক আমাদের সাথে বসবেন বলেছেন, তার সাথে মিটিং এর পরই আমরা সিদ্ধান্ত দিব, আমরা পুজা করব কি করব না।