সংবাদ শিরোনাম ::
‘রাজাকারের পক্ষে স্লোগান দেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা আন্দোলনে রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। যারা স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না।
মঙ্গলবার (১৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এক সভায় এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কোটার বিষয়টি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা। তাকে গ্রেপ্তারের পর দলকে বিভক্ত হতে দেননি প্রয়াত জিল্লুর রহমান। এখন তেমনই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।