রাজশাহী মহানগর ছাত্রদলের শোক র্যালি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে শোক র্যালি বের করা হয়। বুধবার (২১ আগস্ট) রাজশাহী মহানগরীর কাদিগঞ্জস্থ একটি কমিউিনিটি সেন্টারের সামনে থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে শহীদদে স্বরণে এই শোকর্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি নিয়ে তারা সোনাদিঘির মোড় হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবশে হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চলনায় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন-সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, শাহ্ মখদুম থনা ছত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার,সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, রাজশাহী কলেজ ছত্রদলের আহবায়ক খলেদ বিন ওয়ালিদ আবির,সদস্য সচিব আমিনুল ইসলাম,সিটি কলেজ ছত্রদলের আহবায়ক ফারহাদ আহম্মেদ সোহান, সদস্য সচিব এমদাদুল হক লিমন,নিউ গভ: ডিগ্রি কলেজ আহবায়ক সাব্বির আহম্মেদ অন্তর,সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল,বোয়ালিয়া পশ্চিম থানা ছত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হান, কাশিয়াডাঙ্গা থানা আহবায়ক মমিনুল ইসলাম রনি, চন্দ্রিমা থানা ছত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, মতিহার দক্ষিন থানা ছত্রদলের সদস্যস সচিব পিয়ারুল ইসলাম পিয়াল,সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ছত্রদলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আকবর আলী জ্যাকি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পিলখানায় বিডিআর ও আর্মিদের হত্যা করে দেশ থেকে চৈৗকশ অফিসার শূন্য করেছিলেন। শুধু তাই নয় ২১ আগস্ট নিজের সমাবেশে গ্রেন্ডেন হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করে দায় চাপায় বিএনপি’র উপরে। এছাড়া হেফাজত ইসলামীর আন্দোলনে শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করে। শুধু তাই নয় শিক্ষার্থী ও জনতার উপরে হামলা করে শত শত শিক্ষার্থী-জনতাকে মেরে দেশ থেকে পালিয়ে গিয়ে প্রান বাঁচায় স্বৈরাচার হাসিনা। এই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।