রাজশাহীতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে রাস্তায় পরিস্কারের সময় সেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে এই হামলার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর নিউমার্কেটের পাশে থিম ওমর প্লাজা মার্কেটে হামলা, ভাংচুর ও লুটপাট হয় হয়
সোমবার (৫ আগস্ট) বিকেলে। এর ফলে রাস্তায় প্রচুর পরিমান কাচসহ ময়লা পড়ে ছিলো। সেগুলো পরিস্কার করছিলো স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা।
রাস্তা পরিস্কার করার সময় রিমন নামে স্থানীয় এক ব্যক্তিকে সড়তে বলা ও গায়ে ময়লা ছিটে পড়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের সাথে তার বাকবিতন্ড হয়। এর কিছুক্ষন পর রিমন কিছু ছেলে নিয়ে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রদের পক্ষে এলাকাবাসী যুক্ত। এর পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।