রাজশাহীতে মে দিবসে শ্রমিক লীগের বিভিন্ন কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ৮টায় জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ আলী মুনমুন ও সহ-সভাপতি আব্দুস সালাম এর নেতৃত্বে সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে র্যালি বের হয়।
এরপর বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে সব শহীদদের স্মরণে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপন্ন সরকার, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম রাজু, সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ মেজবাহুল হক, সোনালী ব্যাংক শ্রমিক লীগের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন, শরীর চর্চা কলেজের শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম স্বাধীন, নেসকো শ্রমিক নেতা ডিউক, বিটিসিএল শ্রমিক নেতা সাইদুল ইসলাম সহ এসময় অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।