রাজশাহীতে মুসল্লীদের বিক্ষোভ, মানববন্ধন (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
মহানবী (সা.) কে নিয়ে মানহানীকর বক্তব্য প্রদান করায় রাজশাহীতে মুসল্লীদের বিক্ষোভ, মানববন্ধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় মুসল্লীরা বলেন, কিছুদিন আগে ভারতে প্রিয় নবীজীর শ্বানে মানহানীকর বক্তব্য দিয়েছে ভারতের। এক হিন্দু, প্রিয় নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার পবিত্র শানে মানহানীকারী। সে পৃথিবীর যে-প্রান্তেই থাকুক, ডাকে শরীয়ত অনুসারে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবেই, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে প্রিয় নবীজি হল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র শানে সানহানী করে বক্তব্য দেয়ারামগিরি নামক এক মুশরিক কুলাঙ্গার।
তারা বলেন, ধর্ম যার যার, উৎসবও তার তার। দূর্গা পূজাকে সার্বজনীন বলা যাবে না, রাস্তা বন্ধ করে মণ্ডপ নয়, নির্দিষ্ট স্থান ছাড়া পজা নয়, পূজাকে কেন্দ্র করে যত্রতত্র মদ পানকরা চলবে না। উন্মুক্ত পানিতে পূজার মূর্তি ডুবিয়ে পানি দূষণ চলবে না। দূর্গা পূজার ছুটি সাধারণ নয়, বরং ঐচ্ছিক করতে হবে। ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে হবে,
মানববন্ধনে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন, কোর্ট কলেজ, জুবায়ের হোসেন, সুজাউদ্দৌলা কলেজ, মোমিনুল ইসলাম, আইন বিভাগ, রাবি, রনি ইসলাম, সমাজকর্ম বিভাগ রাবি, ইয়াসিন আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,রাজশাহী কলেজ।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আলাউদ্দিন,শিক্ষক, বসন্তকেদার দারুস সুন্নাহ মাদ্রাসা ,মোহনপুর, ডা: মো: মাহবুবুল আলম, চেয়ারম্যান, বিসিএস ইউনিক, রাজশাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরেফিন, সবুজ, নিউ ডিগ্রী কলেজ, রাজশাহী।