রাজশাহীতে প্রাথমিকের শিক্ষকদের বিক্ষোভ (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে রাজশাহী জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) বিকেলে রাজশাহী পিটিআই এর সামনে এসব কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ।
এ সময় শিক্ষকরা বলেন, আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানসম্মত প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রাথমিক শিক্ষায় শিক্ষকের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত থেকেও আমরা ন্যায্য সুযোগ সুবিধার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকগণ বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও আশানুরুপ সুফল পায়নি। যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী সরকারের কবল থেকে এ দেশ এবং এদেশের মানুষ মুক্তি লাভ করেছে তাঁদের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা। তাঁদের সংগ্রামের বিনিময়েই আজ আমরা আপনার মতো বিশ্বনন্দিত,নোবেলজয়ী, বিচক্ষণ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনন্য সাধারণ ব্যক্তিত্বকে আমাদের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসাবে পেয়েছি।
আমরা জানতে পেরেছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষক ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন। বৈষম্য নিরসনে আমরা সহকারী শিক্ষকবৃন্দ এ প্রস্তাব প্রত্যাখান করে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান করার জোর দাবি জানাচ্ছি।
দাবির স্বপক্ষে শিক্ষকদের যুক্তিগুলো হলো:
১। সহকারী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান (২য় বিভাগ)। বেতন গ্রেড-১৩তম। যেখানে ৮ম শ্রেণি পাশ ড্রাইভারের বেতন ১২তম গ্রেডে। এটা শুধু শিক্ষকদের অবমাননা নয় জাতির জন্য লজ্জার।
২। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান। বেতন গ্রেড-১০ম।
৩। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান। বেতন গ্রেড-১০ম।
৪। উপসহকারী কৃষি অফিসার নিয়োগ যোগ্যতা এস.এস.সি. (কৃষি ডিপ্লোমা)। বেতন গ্রেড-১০ম।
৫। নার্সদের নিয়োগ যোগ্যতা এইচ.এস.সি. (ডিপ্লোমা ইন নার্সিং)। বেতন গ্রেড-১০ম।
৬। ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান। বেতন গ্রেড-১০ম।
৭। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান। বেতন গ্রেড-১০ম ও ৯ম। ৮। এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস, একই স্তরের শিক্ষার্থীদের নিয়ে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান। বেতন গ্রেড-১০ম।
সহকারী শিক্ষকরা দৈনন্দিন পাঠদানের বাইরেও সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বিত কাজের অংশীদার। যেমনঃ ভোটার তালিকা প্রণয়ন, ভোট গ্রহণ, আদমশুমারী, শিশু জরিপ, ভ‚মি জরিপ, উপবৃত্তি প্রদান, কৃমিনাশক ঔষধ খাওয়ানো ও জনসচেতনতা সৃষ্টিসহ দেশের স্বার্থে সরকারি আদেশে অন্যান্য সকল কাজও যোগ্যতার সাথে করে আসছে।
পে-স্কেলে গ্রেড ব্যবধানে টাকার বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একই যোগ্যতা সত্তে¡ও বিভিন্ন ডিপার্টমেন্টের বেতন গ্রেডের বৈষম্যের যাতাকলে প্রাথমিক সহকারী শিক্ষকদের আর্থিক এবং সামাজিক মর্যাদা বিপন্ন। প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় যৌক্তিক এবং যুগোপযোগী প্রস্তাবিত দাবি মেনে নিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেন শিক্ষকরা।
রাজশাহী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার সহকারী শিক্ষকগণ শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন অংশগ্রহণ করেন। পরবতিতে রাজশাহী জেলার শিক্ষক প্রতিনিধিগণ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।