রাজশাহীতে জামায়াতের ৭৫ নেতাকর্মী মুক্তিলাভ
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে নগর জামায়াতের সেক্রেটারীসহ ৭৫ নেতাকর্মী মুক্তি লাভ করছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে তাদের মুক্তিতে জামায়াতের সিরোইল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, শিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম ইমন, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, মতিহার থানা জামায়াতের সেক্রেটারী রফিকুল ইসলাম মন্ডলসহ জামায়াতের ৭৫ নেতা-কর্মী কারাগার থেকে মুক্তিলাভ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীসহ মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারী অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সরকার, রাবি শিবিরের সভাপতি মুহাইমেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশ আজ ছাত্র জনতার গন অভ্যুথানে স্বাধীন হয়েছে।আমাদের সবাই বাংলাদেশের জনগনের নিকট ইসলামের প্রকৃত দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এখন সকল কিছু ভুলো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।দেশে জ্বালাও-পোড়াও করে ধ্বংশ করতে যারা লুটপাট করছে তাদের প্রতিরোধ করতে হবে।পরিশেষে শহীদ ও আহত ভাইদের জন্য দোয়া করা হয়।