রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ সরদার, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রহিমা আকতার জাহান এবং কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকÑশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনি কন্যাশিশুদের শপথ বাক্য পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।