ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজকীয় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম ম্যাচের বিপর্যয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচই রাজকীয় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। রোববার (৭ জুলাই) হারারে তে জিম্বাবোয়েকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় শিবির। তরুণ ওপেনার অভিষেক শর্মা অনবদ্য সেঞ্চুরি করেন। বল হাতে চমক দেখান আভেশ খান, মুকেশ কুমাররা।

প্রথমে ব্যাট করতে নেমে দারুন এক সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। মাত্র ৪৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তরুণ এই ওপেনারের ৭টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরি এবং শেষদিকে রিঙ্কু সিংয়ের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে রান তোলে ২৩৪। গায়কোয়াড় করলেন ৪৭ বলে ৭৭ রান। আর রিঙ্কু সিংয়ের ব্যাটে শেষ দিকে রীতিমতো ঝড় উঠল। কেকেআর তারকা মাত্র ২২ বলে করলেন ৪৮ রান।

এর জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয় মাত্র ১৩৪ রান করেই ফিরে যায়। দলে হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাধেভেরে। আভেশ খান এবং মুকেশ কুমার নেন ৩টি করে উইকেট।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন। নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেয়ায় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যাতে টিম তৈরি করা যায়। জিম্বাবোয়ে সফরে পুরো তরুণ ব্রিগেডকে পাঠানো হয়। প্রথম ম্যাচে হতাশ করলেও ভারতের তরুণ ব্রিগেড দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন, তারা ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজকীয় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার

সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

প্রথম ম্যাচের বিপর্যয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচই রাজকীয় প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। রোববার (৭ জুলাই) হারারে তে জিম্বাবোয়েকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় শিবির। তরুণ ওপেনার অভিষেক শর্মা অনবদ্য সেঞ্চুরি করেন। বল হাতে চমক দেখান আভেশ খান, মুকেশ কুমাররা।

প্রথমে ব্যাট করতে নেমে দারুন এক সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। মাত্র ৪৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তরুণ এই ওপেনারের ৭টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়ের হাফ সেঞ্চুরি এবং শেষদিকে রিঙ্কু সিংয়ের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ম্যাচে রান তোলে ২৩৪। গায়কোয়াড় করলেন ৪৭ বলে ৭৭ রান। আর রিঙ্কু সিংয়ের ব্যাটে শেষ দিকে রীতিমতো ঝড় উঠল। কেকেআর তারকা মাত্র ২২ বলে করলেন ৪৮ রান।

এর জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয় মাত্র ১৩৪ রান করেই ফিরে যায়। দলে হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাধেভেরে। আভেশ খান এবং মুকেশ কুমার নেন ৩টি করে উইকেট।

রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন। নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেয়ায় পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যাতে টিম তৈরি করা যায়। জিম্বাবোয়ে সফরে পুরো তরুণ ব্রিগেডকে পাঠানো হয়। প্রথম ম্যাচে হতাশ করলেও ভারতের তরুণ ব্রিগেড দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন, তারা ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি।