রাঙামাটিতে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতির চাঙ্গা ভাব, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা এ তিন বিষয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগদ করে প্রধান উপদেষ্টা নিজেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটির কাউখালী বেতবুনিয়ায়র জামিয়াতুশ শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।
স্মারকলিপি প্রদান করেন- কওমী ওলামা পরিষদ রাঙ্গামাটির সভাপতি মাওলানা আবুল হাশেম, কওমী ওলামা পরিষদ রাঙ্গামাটির সেক্রেটারি মাওলানা আশহাদুুল ইসলাম, রাঙামাটি ইফা’র সাধারণ কেয়ারটেদের পক্ষ থেকে মো. আবুল বাসার, মাওলানা মো. মিরাজ উদ্দিন, মাওলানা মাহমুদ, আশরাফুল ইসলাম, মাও আসহাদুল ইসলাম, মো. মুসা ও মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ও কাঁঠালতলি দারুস সালাম মাদরাসার পরিচালক মাও. শামসুল আলম।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে গোলমালের ভিতরে নির্বাচন হতে পারে না। দেশের জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী দিনে যার ভোট সে যেন দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। শান্তিপূর্নভাবে দায়িত্ব হস্তান্তর করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণ যাদের ম্যান্ডেট দিবে আমরা নির্দ্বিধায় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো।
দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই— দাবি করে তিনি বলেন, যেসব মডেল মসজিদে অনিয়ম ও নির্মাণত্রুটি আছে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি বিভিন্ন উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দেন। এর আগে শায়খ জমির উদ্দিন আল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে জামিয়াতুশ শায়খ জমির উদ্দিন আল ইসমামিয়ার জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।