ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রণক্ষেত্র চট্টগ্রাম, সংঘর্ষে মৃত্যু বেড়ে ৩

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম। মহানগরীতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরমধ্যে একজন চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- ফারুক ও ওয়াসিম আকরাম। ফারুক একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পরিস্থিতে নিয়ন্ত্রণে চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি -৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ আমরা রিসিভ করেছি। এরমধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র। আরেকজন পথচারী। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

সরেজমিনে দেখা গেছে, কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে নগরীর দুই নম্বর গেইট থেকে মুরাদপুর পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিকেলে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে সংঘাত শুরু হয়। পরবর্তী সময়ে সেটা ষোলশহর রেলস্টেশন হয়ে মুরাদপুরেও ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে নগরীর টাইগারপাস থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের অন্যান্য সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে সংঘাতের মধ্যেও পুলিশ দৃশ্যমান নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রণক্ষেত্র চট্টগ্রাম, সংঘর্ষে মৃত্যু বেড়ে ৩

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম। মহানগরীতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরমধ্যে একজন চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- ফারুক ও ওয়াসিম আকরাম। ফারুক একটি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পরিস্থিতে নিয়ন্ত্রণে চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি -৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ আমরা রিসিভ করেছি। এরমধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র। আরেকজন পথচারী। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

সরেজমিনে দেখা গেছে, কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে নগরীর দুই নম্বর গেইট থেকে মুরাদপুর পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিকেলে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে সংঘাত শুরু হয়। পরবর্তী সময়ে সেটা ষোলশহর রেলস্টেশন হয়ে মুরাদপুরেও ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে নগরীর টাইগারপাস থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের অন্যান্য সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে সংঘাতের মধ্যেও পুলিশ দৃশ্যমান নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।