সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন
রংপুর বিভাগের ৭ জেলায় গ্রেফতার ৬শ ২৮ জন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কুড়িগ্রাম জেলা বাদে রংপুর বিভাগের বাকী সাত জেলায় ২৪টি মামলায় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত ৪৪২ জন এবং রংপুর মেট্রোপলিটান এলাকায় ২২ মামলায় ১শ ৮৬ জন ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনির্দিষ্ট তথ্য উপাথ্য ও ভিডিও ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন।
রংপুর রেজ্ঞের ডিআইজি আব্দুল বাতেন জানান, রংপুর মেট্রোপলিটন এলাকায় ব্যাপক তান্ডব চালানো হয়েছে। তবে রংপুর নগরী বাদে জেলার কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি। পুলিশ তৎপর থাকায় কোনো ঘটনা ঘটাতে পারেনি দুস্কৃতিকারীরা। এর ফলে রংপুর জেলায় কোন মামলা হয়নি তবে জেলার প্রত্যান্ত অঞ্চলে আত্মগোপনে থাকা নাশকতা মামলার ৬৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে গাইবান্ধায় ৪ মামলায় ১১৪, লালমনিরহাটে ২ মামলায় ২৭, নীলফামারীতে ৪ মামলায় ৬৫, দিনাজপুরে ৭ মামলায় ৭৯, ঠাকুরগাওয়ে ৪ মামলায় ৫৪, পঞ্চগড়ে ৩ মামলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় কোন সহিংস ঘটনার মামলা দায়ের হয়নি। তবে কুড়িগ্রাম থেকে ৫ জন গ্রেফতার করা হয়েছে। এরা নাশকতা করে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলো।
ডিআইজি বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সরকার মেনে নিয়েছিলেন। তার পরেও কেন এই সহিংসতা এর পেছনে কারো ইন্ধন রয়েছে।
তিনি বিএনপি জামায়াত শিবির রংপুর বিভাগ সহ ঢাকা ও দেশের অন্যান্য স্থানে নারকীয় তান্ডব চালিয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে বলেন, আমরা কে কোন দল করে সেটাকে বিবেচনায় নেইনা। আমরা অপরাধীকে অপরাধীর দৃষ্টিতে দেখি। যারাই সহিংসতার সাথে জড়িত ছিলো তাদের কাউকেই ছাড় দেবার কোন প্রশ্নই ওঠেনা। সকলকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ।
এক প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, সিসি টিভির ফুটেজ ও ভিডিও ফুটেজ সহ বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হবার পরেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। নিরীহ কাউকেই হয়রানি করা হচ্ছেনা বলে এ ব্যাপারে প্রতিটি জেলার পুলিশ সুপারদের কঠোর নির্দ্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন রংপুর বিভাগের প্রতিটি জেলা ও থানায় কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সেনাবাহিনী কাজ করছে। এ ছাড়াও বিজিবি , পুলিশ এপিবিএন সহ সকল আইন শৃংখলা বাহিনী সমন্ময় করে কাজ করছে।
অপরদিকে, রংপুর মেট্রোপলিটান এলাকায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২২টি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত ১৮৬ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটান পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান পুিিলশের ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন।