যেসব জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমালে‘ পরিণত হয়েছে। যা রোববার (২২৬ মে) দিবাগত রাত থেকে সোমবার (২৭ মে) সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা থেকে পটুয়াখালীর ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ে ‘রেমাল’ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানর সম্ভাবনা রয়েছে। খুলনার সুন্দরবন থেকে শুরু হয়ে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও নোয়াখালী জেলা ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৮-১৫১ কিলোমিটার পর্যন্ত।
ওয়েদার অবজারভেশন টিমের প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেছেন, বাগেরহাটের শরণখোলা থেকে বরিশাল, নোয়াখালী এমনকি চট্টগ্রামের দ্বীপগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। এসব এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে ৬-৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হতে পারে।