কোটা আন্দোলন
যেভাবে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর দখল হয়েছিলো
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংঘটিত সহিংসতায় যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত পুরো সড়ক এবং কাঁচপুর হয়ে সোনারগাঁ- মেঘনা পর্যন্ত ছিল রণক্ষেত্র । এতে রাজধানীর এই প্রবেশপথটি অচল হয়ে যায় । আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ হয় এ এলাকায় । এর মধ্যে কাঁচপুর থেকে শনির আখড়ায় হাজার হাজার বিএনপি- জামায়াতের কর্মী অস্ত্র- লাঠি নিয়ে সড়ক দখল করে নেয় ।
তারা ঢাকায়ও প্রবেশের চেষ্টা করে । এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে অন্তত দুজন পুলিশ সদস্য নিহত হন জামায়াতপন্থী অস্ত্রধারীদের হাতে ।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে তিনজন নারী সাংবাদিক নির্যাতিত হন । নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনা হামলা করে পুড়িয়ে দেয় বিএনপি- জামায়াতের কর্মীরা ।
কাঁচপুরে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর বাণিজ্যিক ভবন । স্থানীয়দের অভিযোগ, এ সব কিছু ঘটেছে নারায়ণগঞ্জের এসপির ব্যর্থতা ও তৎপরতার অভাবে । নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপি- জামায়াতের কর্মীরা কাঁচপুর- যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করে ঢাকায় প্রবেশের চেষ্টা করে । এখানে তাদের বাধা দিতে গিয়ে হতাহত হন ডিএমপির পুলিশ সদস্যরা ।
তারপরও নারায়ণগঞ্জের এসপির ভূমিকা ছিল রহস্যজনক । চাটখিলের এমপি এইচ এম ইব্রাহিম জানান, গত ১৭ জুলাই আন্দোলন যখন পুরোপুরি শুরু হয়নি, তখন সেই সড়ক দিয়ে নোয়াখালী যাচ্ছিলেন তিনি । সেই মুহূর্তে তিনি দেখলেন, শনির আখড়া সড়কে বিএনপি- জামায়াতের কিছু কর্মী লাঠি নিয়ে জড়ো হয়েছেন । এ সময় এমপি ইব্রাহিম ফোন করে নারায়ণগঞ্জের এসপিকে সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন এবং জানান যে এখনই ব্যবস্থা নিলে তারা জমায়েত হতে পারবে না । ঢাকা- চট্টগ্রাম রোড বন্ধ হবে না ।
তখন নারায়ণগঞ্জের এসপি ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করেন এমপি ইব্রাহিমের সঙ্গে । একজন এমপিকে এসপি সাহেব বলেন, আমি এসপি, আমি জানি কী করতে হবে । আপনারা রাজনীতিবিদরা ঘোড়ার ডিম জানেন! ’ এমপি এইচ এম ইব্রাহিম আরো জানান, নারায়ণগঞ্জের এসপির বিষয়ে শামীম ওসমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্ন করলে জানা যাবে, এসপি বিএনপি- জামায়াতঘেঁষা এবং তার কারণে নারায়ণগঞ্জ ও ঢাকা- চট্টগ্রাম সড়ক দখলে ছিল বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের ।