সংবাদ শিরোনাম ::
যুবলীগ নেতা ইব্রাহীম হোসেনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় যুবলীগ নেতা ইব্রাহিম মোল্যার অর্থায়নে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে যদুনন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, যুবলীগ নেতা কামরুল ইসলাম, মো: সালাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় যুবলীগ নেতা ইব্রাহিম মোল্যা বলেন, আমার নিজ অর্থায়নে যদুনন্দী ইউনিয়নের আঠারো খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের প্রায় ১ হাজার পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়াও আরো কিছু ঈদ উপহার দেওয়া হবে।