ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল নেতাকে বহিষ্কার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে

oppo_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুইট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। এছাড়া মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদের, রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহনগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাবেক যুবদল নেতা সুইট বলেন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে আমার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানতে পেরেছি। আমার সাময়িক বহিষ্কার আদেশটি একটি ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক আচরণ বলে আমি মনে করি। আমার জানামতে এটি অনৈতিক ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কোনো আহবায়ক কমিটির কোনো নেতা বহিষ্কার করার এখতিয়ার রাখে না।

সুইট আরও বলেন, তারা শোকজ বা অবহিত বা কেন্দ্রকে সুপারিশ করতে পারেন। কেন্দ্র বা পার্টির চেয়ারম্যান সিদ্ধান্তের মালিক। যে ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই ঘটনার সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা মুঠোফোনের মাধ্যমেও জড়িত ছিলাম না। এ ঘটনায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ করেন আবুল কালাম আজাদ সুইট।


সুইট আরো উল্লেখ করেন যারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার বাজি করছে, বাস ও ট্রাক মালিক সমিতি দখল করছে, ২৭ নং ওয়ার্ডে বালিয়াপুকুর সেরিকালচার গেট সংলগ্ন ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে উদ্ভোধন করছে এবং ব্রিটিশ কাউন্সিল দখল করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিষয়টি গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি ।

এ বিষয়ে বিএনপির রাজশাহী মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সুইট আমাদের ছোট ভাইয়ের মতো। প্রতিহিংসা করে কিছু করা হয়নি। দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের দলের শক্ত অবস্থান রয়েছে। সুইটের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশনার আলোকে এই বহিষ্কার আদেশ দেয়া হয়ছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুবদল নেতাকে বহিষ্কার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুইট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। এছাড়া মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদের, রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহনগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাবেক যুবদল নেতা সুইট বলেন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে আমার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানতে পেরেছি। আমার সাময়িক বহিষ্কার আদেশটি একটি ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক আচরণ বলে আমি মনে করি। আমার জানামতে এটি অনৈতিক ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কোনো আহবায়ক কমিটির কোনো নেতা বহিষ্কার করার এখতিয়ার রাখে না।

সুইট আরও বলেন, তারা শোকজ বা অবহিত বা কেন্দ্রকে সুপারিশ করতে পারেন। কেন্দ্র বা পার্টির চেয়ারম্যান সিদ্ধান্তের মালিক। যে ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই ঘটনার সাথে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা মুঠোফোনের মাধ্যমেও জড়িত ছিলাম না। এ ঘটনায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ করেন আবুল কালাম আজাদ সুইট।


সুইট আরো উল্লেখ করেন যারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার বাজি করছে, বাস ও ট্রাক মালিক সমিতি দখল করছে, ২৭ নং ওয়ার্ডে বালিয়াপুকুর সেরিকালচার গেট সংলগ্ন ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে উদ্ভোধন করছে এবং ব্রিটিশ কাউন্সিল দখল করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিষয়টি গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি ।

এ বিষয়ে বিএনপির রাজশাহী মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সুইট আমাদের ছোট ভাইয়ের মতো। প্রতিহিংসা করে কিছু করা হয়নি। দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের দলের শক্ত অবস্থান রয়েছে। সুইটের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশনার আলোকে এই বহিষ্কার আদেশ দেয়া হয়ছে বলে উল্লেখ করেন তিনি।