যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির মালিক তাকসিম
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ওয়াসার পদত্যাগ করা এমডি তাকসিম এ খান ১০টি প্রকল্প থেকে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। ১৫ বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তিনি। ওয়াসার সাবেক এই এমডির যুক্তরাষ্ট্রে রয়েছে ১৪টি বাড়ি। পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে। তারা ওই দেশের নাগরিক।
পদতাগ করে দেশ ছেড়ে চলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিম এ খানের। আর এই শক্তির জোরে এমডি পদে ৭ বার নিয়োগ পান।
ওয়াসার একজন জানান, সাবেক এমডি তাকসিমের লুটপাট দেখলে অবাক হয়ে যাবেন। কোন প্রকল্পের কাজ না করেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। কেউ মুখ খুললে তাকে চাকরি থেকে বাদ দেয়া হতো। তার আমলে ১৬ বার বেড়েছে পানির দাম।
দু’দকের তথ্যানুযায়ি, দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে রয়েছে ১৪টি বাড়ি। ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তাকসিম।
প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা বলেন, একটা প্রজেক্টে কপক্ষে ৩ থেক ৪ হাজার কোটি টাকা। তাতে ১০টি প্রজেক্টে ৪০ হাজার কোটি টাকা। তাকসিম এ খানকে বিচারের আওতায় এনে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন তিনি।