যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতেদু’জন নিহতের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে, এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ।
কোটা আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার( ১৬ জুলাই) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন ।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ । এর কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে সোমবার( ১৫ জুলাই) দুই শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য দিয়েছে । যা সম্পূর্ণ ভিত্তিহীন । এই ভিত্তিহীন অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতা বাড়াতে পারে । বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে ।
মুখপাত্র বলেন, অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেয়ার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি । মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি । বাংলাদেশ সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল ।
তিনি বলেন, গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই । সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটে । ওই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন । এ ধরনের সহিংসতা মূল্যবোধ বিরোধী । বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বাংলাদেশ কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান সেহেলী সাবরীন ।