স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন শ্রম উপদেষ্টা
যারা গার্মেন্টস খাত ধ্বংস করতে চায়, তাদের ছাড় নয়
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বহিরাগত, স্থানীয় আওয়ামী লীগ ও কিছু বিএনপির কর্মী মিলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্যই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করেছে। যারা গার্মেন্টস খাত ধ্বংস করতে চায়, তাদের ছাড় দেয়া হবে না।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় আসিফ মাহমুদ বলেন, আজ (বৃহস্পতিবার) থেকেই সেখানে অভিযান শুরু হবে। সরকার কঠোর অবস্থানে যাবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে। আওয়ামী লীগের যারা জড়িত ছিল, তারা বেশিরভাগই পালিয়ে গেছে। বর্তমানে অসন্তোষে কিছু আওয়ামী লীগের নেতাদের পাশাপশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এর আগে দেশব্যাপী পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের অসন্তোষের বিষয় নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান হাসান আরিফ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৬ উপদেষ্টা। এ সময় চলমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা করেন তারা।