‘যারা উন্নয়ন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতেই হবে। এই তাণ্ডব যারা চালিয়েছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর ১০ এর ক্ষতিগ্রস্থ মেট্রো স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে তা সুনিশ্চিত করা হবে। দেশ যেনো আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তা ব্যর্থ হতে পারে না।
সরকার প্রধান বলেন, যেসব স্থাপনা মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা। ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল থেকে বিক্ষোভকারীদের একটি অংশ মিরপুর ১০ নম্বরের স্টেশনের ডি গেইট এবং এ গেইট ভেঙে প্রায় ৩০০ জনের মতো প্রবেশ করে। স্টেশনে ভাঙচুর করে। নাশকতাকারীদের তাণ্ডবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ধ্বংসস্তুপে পরিণত হয়।