ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যানজট সমস্যার সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের ঢাকার যানজট সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করার আহবান জানিয়েছেন। তিনি ঢাকার ২০ কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকরী সমাধান খুঁজতে ডিএমপিকেও নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এর দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সাথে বৈঠকে তিনি একথা বলেন।

এ সশয় তিনি বলেন, আমাদের ট্রাফিক জ্যাম সহজ করতে হবে। আমাদের অবিলম্বে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

বুয়েটের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজেম হোসেন সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধুমাত্র ঢাকা শহরে যানজট নিরসনে বছরে কমপক্ষে ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক ‘খ’ নাজমুল হাসান বলেন, আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাফিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির আরো উন্নতির আশা করা হচ্ছে।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ সভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যানজট সমস্যার সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের ঢাকার যানজট সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করার আহবান জানিয়েছেন। তিনি ঢাকার ২০ কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকরী সমাধান খুঁজতে ডিএমপিকেও নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এর দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সাথে বৈঠকে তিনি একথা বলেন।

এ সশয় তিনি বলেন, আমাদের ট্রাফিক জ্যাম সহজ করতে হবে। আমাদের অবিলম্বে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

বুয়েটের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজেম হোসেন সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধুমাত্র ঢাকা শহরে যানজট নিরসনে বছরে কমপক্ষে ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক ‘খ’ নাজমুল হাসান বলেন, আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাফিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির আরো উন্নতির আশা করা হচ্ছে।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ সভায় বক্তব্য রাখেন।