যাত্রাবাড়ীতে সংঘর্ষে যুবক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম-সিয়াম। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে গুলিতে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সিয়াম নামে ওই যুবক মারা গেছে বুঝে তার স্বজনরা নিয়ে যায়।
এদিকে বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রাখে। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের সময় পুলিশের শর্টগানের গুলিতে শিশুসহ ৬ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।