যশোর- বেনাপোল মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়েছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয় জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে আসছিল। ঘটনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনায় পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা আহত ২০ জন যাত্রীকে উদ্ধার করে। গুরুতর আহত ছয়জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতরা বাদে বাকিরা স্থানীয় ক্লিনিক এবং চিকিৎসালয় থেকে চিকিৎসা নেয়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অনান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ টিপু সুলতান জানান, বাস উল্টে দূর্ঘটনায় আহত ছয় জন যাত্রীকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এছাড়া অনেকে জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে।