যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের দাবিতে স্মারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্থগিত আদেশ প্রত্যাহার করে দ্বি-বার্ষিক নির্বাচন দিতে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (১৯ অক্টবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কাছে এ স্বারকলিপি দেন তারা।
জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান স্বারকলিপিটি গ্রহন করেন।
এ সময় যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, শান্তুনু ইসলাম সুমিত, এহসানুর রহমান লিটু, কাসেদুজ্জামান সেলিমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল চেম্বারটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমার নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়। পরবর্তী নির্বাচনের সময় ব্যবসায়ীদের একটি অংশ মামলা করে নির্বাচন বন্ধ করে দেয়। যে কারণে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ করে। আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৭জানুয়ারি নির্বাচনের দিন ধার্য হয়। ব্যবসায়ীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও ভোটগ্রহণের আগে আমাকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হয়। জামিনে বের হলে ব্যবসায়ীদের অপর অংশ ফের মামলা করে নির্বাচন স্থগিত করে দেয়। পরবর্তীতে আদালত ওই মামলা খারিজ করে বিদ্যমান তফসিলে ভোটগ্রহণের আদেশ দিলেও চেম্বারের প্রশাসক সে নির্দেশনা মানেননি। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ স্মারকলিপি দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়েছে।