যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে যশোরে পৃথক মিছিল হয়েছে। যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ মিছিল বের করা হয়।
যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের নেতৃত্বে দুপুর ১২টায় শহরের মাইকপট্টি থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহারে গিয়ে শেষ হয়।
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে অপর মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরএন রোডে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগকে দল গোছানোর পরমর্শ দেয়ায় মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করা হয়। একইসাথে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা রাজনৈতিক হয়রাণিমূলক প্রত্যাহারের দাবি জানানো হয়।