যশোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে যুবলীগ, ছাত্রলীগ,পৌর কাউন্সিলরসহ ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) মামলাটি করেন যশোর শহরের শংকরপুরের জব্বারের ছেলে এ্যাডভোকেট এম.এ গফুর।
মামলায় আসামীরা হলো-শহরের আমবাগান নিরিবিলি রোড কাজীপাড়া শাহজাহান কবির শিপলু, কাজীপাড়া পুরাতন কসবার মাহমুদ হাসান বিপুল, ঘোপ বুড়ির বাগানের সুজন, ঘোপ পিলু খান সড়ক বুড়ি বাগানের রাসেল,একই এলাকার রেজওয়ান, ঘোপ কবরস্থান পাড়ার হাশেম কাজী, পূর্ব বারান্দীপাড়া বৌ বাজার ২নং কলোনীর কসাই মনির, বারান্দীপাড়া শতদল স্কুল মোড়ের নান্টু, পূর্ব বারান্দী মোল্লাপাড়ার তৌসিফুর রহমান রাসেল, পুরাতন কসবার আনোয়ার হোসেন বিপুল, শংকরপুর ইসাহাক সড়কের পৌর কাউন্সিলর হিটার নয়ন, পুরাতন কসবার বাসিন্দা পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ঢাকা রোড বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে আনোয়ার হোসেন সবুজ, পুরাতন কসবা পুলিশ লাইনের মঈনুদ্দিন মিন্টু,নুরপুর ডাকাতিয়া সাগর খাঁ, চুড়ামনকাটি ছাতিয়ানতলার আব্দুল মান্নান মুন্না, জিরাট রুপদিয়ার রাজু আহম্মেদ,এম এম আলী রোডের হাজী সুমন, আন্দোল পোতা লেবুতলার আলিমুজ্জামান মিলন, বালিয়া ভেকুটিয়ার শাহারুল ইসলাম, আলমনগরের টিপু সুলতান, বিরামপুরের শাহাজাহান আলী কসাই, ছোট হৈবতপুরের সিদ্দিকুর রহমান, বিরামপুরের হাদিউজ্জামান চিমা, মুড়োলীর মাহমুদ হাসান লাইফ, তালবাড়িয়ার আসমত আলী চাকলাদার, শালিয়াটের ইমলাক, শহরের মসজিদ গলি আর এন রোডের কালো ফারুক, আরএন রোডের পল্টু, নারকেল বাগান অম্বিকা বসুলেন আরএনরোডের এজাজ আহম্মেদ, তালবাড়িয়ার ফিরোজ, নারকেল বাগান আরএন রোডের টিপু সুলতান, উপশহর ডি ব্লকের সাগর, সুলতানপুর প্রাইমারী স্কুলের তেঞ্জারাস দিপু, তাল বাড়িয়ার টিপু সুলতান, বারান্দীপাড়া কদমতলার কামাল হোসেন, পুরাতন কসবা শহীদ মিনারের পাশের্^ মামুন কবির, শহরের রায়পাড়ার রিয়াজ,একই এলাকার টেরা চঞ্চল, বালিয়া ডাঙ্গার রবিউল ইসলাম, একই এলাকার বাদশা মিয়া, ভাতুড়িয়া চাঁচড়ার শফিয়ার রহমান,একই এলাকার আজাদ,তফসীডাঙ্গা পুলেরহাটের মামুন,একই এলাকার সিরাজুল, চাঁচড়া পশু হাসপাতালের সামনে রায়পাড়ার সোহান, পূর্ব বারান্দীপাড়া গোলাম কিবরিয়া সানি, নুরিতলা হামিদপুরের টেরা সুজন,পূর্ব বারান্দীপাড়া সরদারপাড়ার জাকির হোসেন রাজিব, বারান্দীপাড়া সরদার পাড়ার সনি, অম্বিকা বসুলেনের টেরা মোস্তফা, রায়পাড়ার সাইফুল ইসলাম,একই এলাকার বাপ্পি, ষষ্টিতলা বুনোপাড়ার শিকদার, সিটি কলেজপাড়ার নাহিদ,একই এলাকার সাদ্দাম,গোলপাতা মসজিদ এলাকর জুয়েল, শংকরপুরের মানিক, গোলপাতা মসড়িদের বিপ্লব, মুরগীর ফার্ম গেটের রাজু লুই, আনসার ক্যাম্প পানির ট্যাংকীর রোহান,শংকরপুর মহিলা মাদ্রাসার শয়ন ও পুরাতন কসবা শহীদ মিনারের পাশের আবু তালেবের ছেলে মাসুম করীমসহ অজ্ঞাতনামা আরো ১০০/১৫০জন।
মামলার এজাহারে অভিযোগ, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ঐক্য জোট ভাবে একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৪ আগষ্ট বিকাল ৫ টায় যশোর শহরের আওয়ামীলীগ অফিসের সামনে হতে একত্রিত হয়ে বঙ্গ বাজারের পাশের্^ রাস্তা দিয়ে লাল দিঘীর পশ্চিম পাড়ে বিএনপি কার্যালয়ে ভাংচুর ও লুটপাটের উদ্দেশ্যে আক্রমন করে। প্রথমে বিএনপি অফিসের ২টি ল্যাপটপ,ষ্টীলের আলমারি, দেয়াল ঘড়িসহ বিভিন্ন দ্রবাদী লুটপাট করে। সাথে সাথে অফিসের গুরুত্বপূর্ন কাগজপত্রসহ অফিস তছনছ করে। আসামীদের মধ্যে কয়েকজন অফিসে পেট্টোলের ঢম সাথে নিয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আসামীরা প্রায় ৪০ মিনিট ধরে তান্ডব চালায়। আসামীরা একেরপর এক বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এরপর থানা পুলিশের অবস্থা ভাল ছিলনা তাই মামলা করতে না পেরে অপেক্ষা করে থানায় পুলিশ দায়িত্ব পালন শুরু করায় মামলা করেন বাদি।