যশোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ফুটপাত দখলমুক্ত করতে যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন এবং পৌরসভার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দরাটানায় রাস্তার পাশে ভৈরব নদ পারে কুইন্স হাসপাতাল পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাবিদ হোসেন এবং পৌরসভা থেকে প্রকৌশলী কামাল হোসেন এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাবিদ হোসেন বলেন, কিছু মানুষ ড্রেনের উপরে অবৈধ ঘর তৈরি করে পানি নিষ্কশন বাধাগ্রস্ত করছে। রাস্তার পাশে ফুটপথে দখল করে অবৈধ দোকান দেয়ার ফলে শহরে যানজোট হচ্ছে এ কারণে আজকের এ অভিযান। রাস্তার পাশ ফুটপথ দখল মুক্ত করতে এ অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনাকালে যশোর পৌর সভার প্রকৌশলী কামাল হোসেনসহ বিপুল পরিমান পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।