ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে।

সড়ক অবরোধের ফলে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে ভুক্তভোগীদের বুঝিয়ে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

ভুক্তভোগী বহু নারীপুরুশ অভযোগ করে জানান, যশোর পৌর এলাকার একাংশের পানি ৭নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক, শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা বলেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয়। গত তিনদিন ধরে পানিবন্দি রয়েছে তারা। ছেলে- মেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই আমাদের মানবেতর জীবনযাপন করতে হয়। অথচ পৌরসভার মেওর বিষয়টি আমলে নেয়না। এ অবস্থায় নিরুপায় হয়ে সমস্যার সমাধানে রাস্তায় নেমে আসতে হচ্ছে। অবিলম্বে তারা পানি নিষ্কাশন উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী (পয়‍ঃ ও পানি নিষ্কাশন) এস এম কামাল হোসেন বলেন, ড্রোনগুলো প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে গতকাল (শনিবার) যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে। বেশিরভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে।

সড়ক অবরোধের ফলে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে ভুক্তভোগীদের বুঝিয়ে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

ভুক্তভোগী বহু নারীপুরুশ অভযোগ করে জানান, যশোর পৌর এলাকার একাংশের পানি ৭নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক, শংকরপুর হয়ে হরিণার বিলে গিয়ে পড়ে। কিন্তু এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে গড়ে তোলা হয়নি। যে কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ঘরে প্রবেশ করেছে পানি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা বলেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হতে হয়। গত তিনদিন ধরে পানিবন্দি রয়েছে তারা। ছেলে- মেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই আমাদের মানবেতর জীবনযাপন করতে হয়। অথচ পৌরসভার মেওর বিষয়টি আমলে নেয়না। এ অবস্থায় নিরুপায় হয়ে সমস্যার সমাধানে রাস্তায় নেমে আসতে হচ্ছে। অবিলম্বে তারা পানি নিষ্কাশন উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী (পয়‍ঃ ও পানি নিষ্কাশন) এস এম কামাল হোসেন বলেন, ড্রোনগুলো প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে গতকাল (শনিবার) যশোরে প্রচুর বৃষ্টিপাত হয়। যে কারণে জলবদ্ধতা দেখা দিয়েছে। বেশিরভাগ পানি নেমে গেছে। তবে ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।