যশোরে কোটা বিরোধী মিছিলে হামলার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
যশোরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকি মাসুম নামে এক সংগঠককে ধরে নিয়ে গেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টায় পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে যায়।
এর আগে শহরের মুজিব সড়কে আন্দোলনকারীরা প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। অবস্থান চলাকালে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক রাশেদ খান অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। পরে তিনি কল ব্যাক করে জানান, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন। এ কারণে ফোনকল কেটে দেন।