যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল পোনে ৮টার দিকে যশোর শহরের জেল রোর্ডে কেন্দ্রীয় কারাগারের অদুরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মাসুদ রানা (১৮)নামের শহরের ঘোপ জেলরোড এলাকার বজলুর রহমানের ছেলে। সে শহরের কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী ছিল। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোলগামী মালবুঝাই কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এ কে এম সুজাত হোসেন একই বিভাগের ডাক্তার আসিফ মোহাম্মদ আলী হাসানের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে আনার আগেই মাসুদ রানার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার এস আই আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ভভ্যানকে পুলিশ জব্দ করেছে। গাড়ির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।