যশোরে ঐক্য ফ্রন্টের সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
যশোরে সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ড যশোর শাখার উদ্যোগে ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ড কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ দাসের সভাপতিত্বে সমাবেশে ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। যশোরে কোন হিন্দু সম্প্রদায় এবং মন্দিরে হামলা করা হয়নি। তারপরও হামলার শিকার হতে পারে এই আশঙ্কা থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রত্যেক মন্দিরে কমিটি করা হয়েছে যাতে করে হামলা না হয়। বিএনপির নেতা কর্মীরা আমাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিচ্ছেন। ফলে যশোরের হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে বসবাস করছে।