যশোরের রাজপথে ছাত্র-জনতার ঢল
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করছে যশোরের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক সাধারণ জনতা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে যশোর শহরতলী চাচড়াঁ চেকপোস্ট মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী প্রায় অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের মুজিব সড়ক হয়ে মনিহার মোড়ের এক প্রাম্তে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অপরদিকে, সকাল ১১টার দিকে যশোর শহরের দড়াটানা মোড়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে আইনজীবীদের একটি পক্ষ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে জজকোর্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে, মনিহার মোড়ের অপরপ্রান্তে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লাঠিসোটা হাতে অবস্থান করতে দেখা গেছে। এর আগে মনিহার মোড় সংলগ্ন শহরের আরএন রোডে আন্দোলন কারী শিক্ষার্থীদের একটি অংশের সাথে অজ্ঞাত দূর্বৃত্তদের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আরএন রোডের দুই দোকান কর্মচারী আহত হন।
আহতরা হলো- রিপন অটোর দুই কর্মচারী রিংকু হোসেন (২২), আবির হোসেন (২০)। এর মধ্যে রিংকুর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত আবির হোসেন জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে আরএন রোডে প্রবেশ করলে আমরা দোকানের সাটার টেনে বাহিরে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে কিছু দূর্বৃত্তরা ইটপাটকেল ছোড়ে। কয়েকটি ইটের অংশ আমার আর রিংকুর মাথায় লাগে।
যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সাকিব মো: আল হাসান জানান, আহত দুই জনের মধ্যে রিংকুর অবস্থা আশংকাজনক। আবিরের অবস্থা আশংকামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক এ বিষয়ে জানান, এমন ঘটনা এখনো শুনিনি, তবে খোঁজ নিচ্ছি। পুলিশের অবস্থানের ব্যাপারে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কোন মিছিলে বাঁধা দেয়নি।