যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ১
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
যশোরের- মনিরামপুর সড়কে বাস এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক জন আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমান (৫৫) নামে একজন ঠিকাদার ও আছাবুল ইসলাম( ১৪) নামে স্কুল ছাত্র । আহত ইমন হোসেন( ২২)। নিহত হাফিজুরের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।আছাবুলের লাশ রয়েছে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে আজ বেলা সাডে ১১ টার দিকে যশোর মনিরামপুর সড়কের চালকিডাঙ্গা গ্রামে।
নিহত আছবুল মনিরামপুর উপজেলার ঘোষ ঘাতি গ্রামের আহাদ আলী ছেলে। দেল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহত হাফিজুর রহমান (৫৫) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের শামছুর আলীর ছেলে। নিহত হাফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান জানান, বাবা ঠিকাদারের কাজ করতেন। কেশবপুরের সাইডে কাজ চলছিল। চালকীডাঙ্গা নামক স্থানে পৌঁছালে ট্রাকের সামনাসামনি পৃথক দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা যান। বাবাকে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। ইমন নামে একজনকে হাসপাতালে ভর্তি করে সার্জারি পাঠানো হয়েছে। ২৪ ঘন্টা পার না হলে আশঙ্কা মুক্ত বলা যাবে না।
জানতে চাইলে মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ বলেন, চাটের সামনে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক প্রাপ্তিকে আটক করা হয়েছে।