শহীদ বীর আবু সাইদকে নিয়ে কটুক্তি
নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ সারা বিশ্বের মুক্তিকামি মানুষের ঐক্যের প্রতীক বেরোবি শিক্ষার্থী বীর শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা সহ কুটুক্তির প্রতিবাদে সোমবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা কুটুক্তিকারী লালমনিরহাটের নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাপসী তাবাসসুম উর্মীকে বহিস্কার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
সেই সাথে ম্যাজিষ্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিস্কার করার জন্য আলটিমেটাম দিয়েছে অন্যথায় রংপুর সহ উত্তরাঞ্চলে অনিদৃষ্টকালের জন্য ব্লকেড এবং বিভাগীয় কমিশনার কার্যালয় অভিমুখে লংমার্চ্চ করা হবে বলে ঘোষনা দেয়া হয়।
এর আগে দুপুর আড়াইটায় রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট শহীদ আবু সাইদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবু হোসেন , শিক্ষার্থী সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী, ত্রিপল ই বিভাগের আশিক, অর্থনীতি বিভাগের রিনি মরমু সহ অন্যান্য শিক্ষার্থীরা।
তারা অভিযোগ করেন স্বৈরাচার হাসিনার পতল হলেও এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মাতা আর সুবিধা ভোগীরা অবস্থান করছে। তারা কোন ভাবেই এই ছাত্র জনতার সফল বিপ্লবকে মেনে নিতে পারছেনা। এরা স্বৈরাচারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লুটপাট করেছে এখন তারা আবারো এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা অভিযোগ করে লালমনিরহাটে কর্মরত নির্বাহি ম্যাজিষ্ট্রেট উর্মি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক বীর যোদ্ধা শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আর বিশৃংখলা কারী সহ বিভিন্ন কথা বলে কুটুক্তি করেছে। একই ভাবে সরকারের প্রধান উপদেষ্ঠাকে নিয়েও অশোভন উক্তি করেছে। তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। তারা অবিলম্বে ম্যাজিষ্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয় থেকে বহিস্কার করে তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু করার দাবী জানান।
উল্লেখ্য, নির্বাহি ম্যাজিষ্ট্রেট উর্মি আবু সাইদকে ও প্রধান উপদেষ্ঠাকে নিয়ে অমাননাকর ও ধৃষ্টতা পুর্ন কুটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষ্টাটাস দেয়ায় এটি ভাইরাল হওয়ায় জন প্রশাসন মন্ত্রনালয় তাকে রংপুর বিভাগে সংযুক্ত করার আদেশ দিয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, নির্বাহি ম্যাজিষ্ট্রেট উর্মিকে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলীর আদেশ পাবার পর তাকে সেখানে যোগদান করার জন্য রোববার তাকে অবমুক্ত করা হয়েছে। তবে এখনও উর্মি রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান করেনি বলে জানা গেছে।