ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিবেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দল উচ্ছ্বসিত। তবে ক্রিকেটারদের মন কাঁদছে দেশের ভয়াবহ বন্যায়। টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রাহিম। পুরস্কারের পুরো অর্থই ব্যয় করবেন বন্যার্তদের জন্য।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।

এদিন ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২৮ হাজার টাকা। এই অর্থ দেশের বন্যা কবলিত মানুষের জন্য দেয়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বর্ষী উইকেটরক্ষক ও ব্যাটার।

ম্যাচ শেষে মুশফিক বলেন, এই পুরস্কারের অর্থ দেশে ফিরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দান করতে চাই। দলের সবাইকে বলতে চাই, যতটা সম্ভব অবদান রাখতে।

চলমান বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ম্যাচসেরার অর্থ বন্যার্তদের জন্য দিবেন মুশফিক

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দল উচ্ছ্বসিত। তবে ক্রিকেটারদের মন কাঁদছে দেশের ভয়াবহ বন্যায়। টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রাহিম। পুরস্কারের পুরো অর্থই ব্যয় করবেন বন্যার্তদের জন্য।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান আসে মুশফিকের ব্যাটে। তাতে ভর করে পাকিস্তানের করা ৪৪৮ রান টপকে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা কেবল ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।

এদিন ম্যাচসেরা হয়ে মুশফিক পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২৮ হাজার টাকা। এই অর্থ দেশের বন্যা কবলিত মানুষের জন্য দেয়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বর্ষী উইকেটরক্ষক ও ব্যাটার।

ম্যাচ শেষে মুশফিক বলেন, এই পুরস্কারের অর্থ দেশে ফিরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দান করতে চাই। দলের সবাইকে বলতে চাই, যতটা সম্ভব অবদান রাখতে।

চলমান বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।