মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
প্রচণ্ড তাপদাহে পুড়ছে পাবনার ঈশ্বরদী। একদিকে রোদ অন্যদিকে. ভ্যাপসা গরমে অসহ্য জনজীবন। রোদের তাপে বাইরে বের হওয়া কঠিন। তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০২৩ সালের ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার (৩ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায় পাবনার ওপর দিয়ে।
প্রচণ্ড রোদের তাপে দুপুরে বাইরে চলাচলকরা যাচ্ছে না। সড়কে মানুষেরসাথে সাথে যানবাহন চলাচলও কমেছে। তীব্র রোদে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না।