মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে পালিত হয়েছে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে শহরের ম্যাজিষ্ট্র কোয়টারের পুকুরে পোনা মাছ অবমুক্ত পর বর্ণাঢ্য র্যালী মধ্যদিয়ে জেলা প্রশাসক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম,পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুস সালাম চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার শাহ নেওয়াজ সিরাজি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নোওশের আলী খোকন,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।এসময় জেলার বিভিন্ন মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।