ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বললেন নিহত রিয়ার বাবা দীপক কুমার গোপ

মেয়েটার মাথায় গুলি লাগল, বুঝলাম না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি দ্বীনবন্ধু মার্কেট। আর সেই মার্কেটের চতুর্থ তলায় বসবাস করেন দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতি। তাদের পরিবারের এখন চলছে শোকের মাতম। কারণ ঘর আলো করে আসা ছোট্ট শিশুটি এখন আর তাদের মাঝে নেই। গত শুক্রবার বাড়ির ছাদে চলমান সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ৬ বছর বয়সী রিয়া গোপ।

বৃস্পতিবার (২৫ জুলাই) বাড়িতে গিয়ে দেখা যায়, সুনসান নিরবতা। বাড়িতে যেন কোন মানুষ নেই। ফ্লাটের এক কক্ষে বসেছিলেন দীপক ও তার মা। সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে কথা বলতে চাননি তারা। মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা দীপক কুমার। এসময় তিনি বলেন, আর কথা বলে কি হবে! আমার যা গেসে তা আর ফিরে আসবে না। আমার তো সব শেষ। আমার কিচ্ছু রইলো না।

সেদিনের ঘটনা বর্ননা দিয়ে দীপক বলেন, শুক্রবার দুপুর থেকে ডিআইটি ঝামেলা চলে। আমি ছাদে গিয়ে একবার দেখেও এসেছিলাম। বিকেলের পর গোলাগুলির শব্দ পাই, রিয়া তখন ছাদে। আনতে গিয়ে রিয়াকে কোলে নিলাম আর কোথা থেকে গুলি এসে মেয়েটার মাথায় লাগল, বুঝলাম না। ঝরঝর করে রক্ত পরছিল। তাড়াতাড়ি ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসকরা বলল, অবস্থা ভালো না, ঢাকা নিতে। ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে অপারেশন করলো, বলল সফল হয়েছে। কিন্তু মেয়েটা তো বাঁচলো না।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ডিআইটি গুলশান সিনেমা হলের সামনে বঙ্গবন্ধু সড়ক থেকে নিহত রিয়ার বাড়ির ছাদ বরাবর জায়গাটি খালি। স্থানীয়রদের ধারণা, বঙ্গবন্ধু সড়ক থেকে ছোড়া গুলিটি সিমেনা হলের পাশের ওই শূন্য জায়গা দিয়ে এসে ছাদে থাকা রিয়ার মাথায় লাগে।

দীপক কুমার বলেন, মানুষ নিজ বাড়িতেও নিরাপদ না। আমার একমাত্র ছোট্ট মেযেটি আর নাই। আমার আর কিচ্ছু রইলো না, সব শেষ। ভগবান এইটা কি করলো। আমার ভাগ্য খারাপ, মেয়েটা হারাইলাম।

নিহতের চাচা জানান, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ থেকে রিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে রিয়ার মরদেহ সৎকার সম্পন্ন করা হয়।

প্রাপ্ত তথ্যমতে, গত শুক্রবার বিকেলে গুলি লাগে রিয়া গোপের। সেদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। ঘটনার ৪ দিন নিবির পরিচর্যা কেন্দ্রে থাকার পর বুধবার (২৪ জুলাই) সকালে মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, ‘গানশট ইনজুরি’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন নিহত রিয়ার বাবা দীপক কুমার গোপ

মেয়েটার মাথায় গুলি লাগল, বুঝলাম না

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি দ্বীনবন্ধু মার্কেট। আর সেই মার্কেটের চতুর্থ তলায় বসবাস করেন দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতি। তাদের পরিবারের এখন চলছে শোকের মাতম। কারণ ঘর আলো করে আসা ছোট্ট শিশুটি এখন আর তাদের মাঝে নেই। গত শুক্রবার বাড়ির ছাদে চলমান সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাড়ে ৬ বছর বয়সী রিয়া গোপ।

বৃস্পতিবার (২৫ জুলাই) বাড়িতে গিয়ে দেখা যায়, সুনসান নিরবতা। বাড়িতে যেন কোন মানুষ নেই। ফ্লাটের এক কক্ষে বসেছিলেন দীপক ও তার মা। সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে কথা বলতে চাননি তারা। মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা দীপক কুমার। এসময় তিনি বলেন, আর কথা বলে কি হবে! আমার যা গেসে তা আর ফিরে আসবে না। আমার তো সব শেষ। আমার কিচ্ছু রইলো না।

সেদিনের ঘটনা বর্ননা দিয়ে দীপক বলেন, শুক্রবার দুপুর থেকে ডিআইটি ঝামেলা চলে। আমি ছাদে গিয়ে একবার দেখেও এসেছিলাম। বিকেলের পর গোলাগুলির শব্দ পাই, রিয়া তখন ছাদে। আনতে গিয়ে রিয়াকে কোলে নিলাম আর কোথা থেকে গুলি এসে মেয়েটার মাথায় লাগল, বুঝলাম না। ঝরঝর করে রক্ত পরছিল। তাড়াতাড়ি ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসকরা বলল, অবস্থা ভালো না, ঢাকা নিতে। ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে অপারেশন করলো, বলল সফল হয়েছে। কিন্তু মেয়েটা তো বাঁচলো না।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ডিআইটি গুলশান সিনেমা হলের সামনে বঙ্গবন্ধু সড়ক থেকে নিহত রিয়ার বাড়ির ছাদ বরাবর জায়গাটি খালি। স্থানীয়রদের ধারণা, বঙ্গবন্ধু সড়ক থেকে ছোড়া গুলিটি সিমেনা হলের পাশের ওই শূন্য জায়গা দিয়ে এসে ছাদে থাকা রিয়ার মাথায় লাগে।

দীপক কুমার বলেন, মানুষ নিজ বাড়িতেও নিরাপদ না। আমার একমাত্র ছোট্ট মেযেটি আর নাই। আমার আর কিচ্ছু রইলো না, সব শেষ। ভগবান এইটা কি করলো। আমার ভাগ্য খারাপ, মেয়েটা হারাইলাম।

নিহতের চাচা জানান, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ থেকে রিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে রিয়ার মরদেহ সৎকার সম্পন্ন করা হয়।

প্রাপ্ত তথ্যমতে, গত শুক্রবার বিকেলে গুলি লাগে রিয়া গোপের। সেদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। ঘটনার ৪ দিন নিবির পরিচর্যা কেন্দ্রে থাকার পর বুধবার (২৪ জুলাই) সকালে মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়, ‘গানশট ইনজুরি’।