মেহিদী মাখা হাত-পা বাঁধা নববধূর লোমহর্ষক মৃত্যু, থানায় মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
নীলফামারীতে এক নববধূর লোমহর্ষক মৃত্যু নিয়ে সর্বমহলে চলছে নানা জল্পনা-কল্পনা। নিহতের চাচা বাদী হয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর)সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ হত্যাকন্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে জানা গেছে।
নিহত নববধূর স্বজন মতিয়ার রহমান জানান,, নীলফামারী’র ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব-খড়িবাড়ী গ্রামের কৃষিজীবি জহর আলীর এসএসসি পড়ুয়া মেয়ে জ্যোসনা বেগম (১৫)।গত ৩ সপ্তাহ আগে একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা সোনাখুলি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদ মিয়ার সাথে বিয়ে হয়। জ্যোসনা টেপাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
গত ২০ সেপ্টেম্বর বিকালে জ্যোসনা তার স্বামীকে সাথে নিয়ে চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে আসেন। রাতে বিয়ে অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় জ্যোসনা। এরপর তাকে রাতভর খোঁজ-খবর করেও পায়নি তার পরিবার।
গ্রাম ঘেষে বয়ে যাওয়া অববাহিকা রাক্ষুসী তিস্তার কড়াল গ্রাসে নববধূ জ্যোসনাকে হাত-পাঁ-বেঁধে ফেলে দেয় দুর্বৃত্তরা তিস্তার উত্তল তরঙ্গ জ্যোসনার মরাদেহ ভাসিয়ে নিয়ে যায় পার্শ্ববতী লালমনির হাট জেলার অদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রসার চড়ে।
সোমার ( ২২ সেপ্টেম্বর) সকালে অদিতমারী থানা পুলিশ জানান, মেহিদী মাখা হাত-পা-বাঁধা নববধূ জ্যোসনার মরদেহ উদ্ধার করে মায়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। এ থানায় একটি জিডি করা হয়েছে।পুলিশের প্রথমিক ধারনা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হাত-পা-বাঁধ নদীতে ভসিয়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে নীলফামারীর ডিমলা থানায় একটি নিহতের চাচা সহর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতকদের গ্রেফতারে তিস্তা পাড়ের প্রায় ৬০ কিলেিিমটার এলাকায় জুড়ে অভিযার চালাচ্ছে বলে জানা গেছে।