মেরুরচর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জের মেরুরচর ইউপি চেয়ারম্যানেরর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য ও মেরুরচর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু,ইউপি সদস্য শাহীন আলম,ইউপি সদস্য মঞ্জুরুল হক,ইউপি সদস্য জামাল মিয়া,হাফিজুর রহমান,মিন্টু মিয়া,ও খোদেজা বেগম প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া বলেন,চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন,মৃত্যু সনদ,পরিচয় পত্র পেতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজও। তাই সকলের দাবি চেয়ারম্যানের অপসারণ।
মানববন্ধনে ইউপি সদস্য শাহীন আলম বলেন,এক দফা এক দাবী চেয়ারম্যানের অপসারণ চাই। দুই মাস যাবত তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান আসেন না পরিষদে। হত্যা মামলার আসামী হয়ে তিনি এখন পলাতক। যে কারনে এলাকার মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। চেয়ারম্যানকে অপসারণ করে অন্য কাউকে দায়িত্ব দিলে ভোগান্তি অনেকটাই কমবে বলে জানান তিনি।
উল্লেখ্য,এর আগেও চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে স্থানীয়রা। চেয়ারম্যানের অপসারনের দাবিতে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন মেম্বাররা।
ইউপি সচিব মো.সুলতান মাহমুদ বলেন,চেয়ারম্যান পরিষদে না আসলেও তিনি নিয়মিত অফিস করেন। চেয়ারম্যান তাকে বলেছেন কোন কাজে স্বাক্ষরের প্রয়োজন হলে ফোনে তাকে জানাতে। তিনি যেখানেই থাকেন তার লোক মারফত তিনি তা সমাধান করবেন।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যে কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন, বিষয়টি উর্ধবতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।