মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, ধারণা পুলিশের
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বরিশালের নগরীর কাউনিয়া এলাকায় একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করছেন। তবে বিষয়টি তদন্তের বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- নাঈম হাওলাদার ও তার সাড়ে পাঁচ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। তারা নগরীর কাউনিয়া পানির ট্যাংক এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নাঈম বরিশালের উজিরপুরের বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি একটি কোম্পানির গাড়িচালক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে নাঈমের সাথে তার স্ত্রী কনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন। এ ছাড়া মেয়েকে নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে মোবাইলে কলহ লেগে থাকত।
নাঈমের মা নাছিমা বেগম জানান, তিনি অসুস্থ থাকায় বিছানায় শুয়ে ছিলেন। বুধবার (১২ জুন) সকালে নাঈমকে তার বোন ডেকে তুলতে যায়। এ সময় সে তাদের গলাকাটা মরদেহ দেখে।
এ বিষয়ে বাড়ির মালিক পলাশ বলেন, দুই মাস হবে তারা বাসা ভাড়া নিয়েছেন। নাঈমকে প্রায়ই চিন্তিত দেখাতো। আমি ঘটনাটি দেখে পুলিশকে খবর দেই।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছি। দু’জনের গলাকাটা অবস্থায় ছিল। কী ঘটনা, তা আমরা তদন্ত করে দেখছি।