মেধাবি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় মেধাবি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র উদ্যোগে মঙ্গলবার (১১জুন) বিকেলে সংস্থার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।
বিশেষ অতিথি ছিলেন-শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন।
চেক বিতরণ অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৮ হাজার টাকা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ১০ হাজার টাকা, এসএসসি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা উপবৃত্তি হিসেবে শরণখোলার ১০ জন মেধাবিকে দেয়া হয়। সারাদেশে তাদের সদস্যদের সন্তানদের মধ্যে এককোটি ২৬ লাখ একুশ হাজার টাকা উপবৃত্তি প্রদান করেছে।
এছাড়াও সংস্থার তহবিল থেকে শরণখোলায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৪৯ জন উপকারভোগীকে ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে সাত লাখ ৪৭ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।