মেট্রোরেলের উত্তরা-টঙ্গী রুটে ৫ স্টেশনে ওঠানামা করতে পারবেন যাত্রীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
উত্তরার দিয়াবাড়ী থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত এমআরটি লাইনে আরও পাঁচটি স্টেশন হবে। রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ডিএমটিসিএলের ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে এ কথা জানিয়েছেন র্সস্থার ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি জানান, মেট্রোরেলে রুট মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এবার মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে সরক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্টরা ছিলেন।
এ সময় তিনি আরও জানান, এই রুটের কাজ শেষ হলে পাঁচ লাখ যাত্রী মেট্রোরেলে অতিরিক্ত বহন করা যাবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত দৈর্ঘ্য হবে ৭.৫ কিলোমিটার। এ রুটে হবে আরও ৫ স্টেশন। সেগুলো হলো-সোনারগাঁও জনপথ রোড পূর্ব, পশ্চিম, দিয়াবাড়ি বাজার, টঙ্গী বাজার, টঙ্গী রেলওয়ে স্টেশন।
এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর গত বছরের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।
বর্তমানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর-১১,উত্তরা দক্ষিণ, মিরপুর-১০, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।